অধ্যাপক মোহাম্মদ আলী একজন শালপ্রাংশু ব্যক্তিত্ব। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ সরকারী বেসরকারী চারটি বিশ্ববিদ্যালয়ের সাবেক এই উপাচার্য বহুরৈখিক অর্জন আর অভিজ্ঞতায়র ঋদ্ধ। শিক্ষা প্রশাসক, অনুবাদক, সম্পাদক, গবেষকসহ নানা অভিধা থাকলেও অধ্যাপক হিসেবে-ই সমধিত খ্যাত। অধ্যাপক মোহাম্মদ আলী’র সম্পর্কে জানা অজানা বিভিন্ন অবদান, সৃষ্টি ও তথ্য অন্বেষনের লক্ষ্যে ডুব দেয়া যাক বইটিতে।