About Us

সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে বাঙালির ইতিহাস, দর্শন, সাহিত্য, সংস্কৃতি নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেয়াই অনার্যের উদ্দেশ্য। নতুন প্রজন্মের কাছে যথার্থ ইতিহাস তুলে ধরতেই অনার্যের আত্মপ্রকাশ। তাছাড়া নানামাত্রিক জটিল আবর্তে মানুষ পড়ার অভ্যাস অনেকটাই হারিয়ে ফেলতে বসেছে। বিশেষ করে নতুন প্রজন্ম তাদের আত্মউন্নয়ন কিংবা বিনোদনের মাধ্যম হিসেবে বইয়ের বিকল্প ধারায় চলে যাচ্ছে। তাদের পাঠের ধারায় ফিরিয়ে আনতে অনার্য নিরলস কাজ করছে। আগামী দিনে অনার্য আরো সৃষ্টিশীল কাজে এগিয়ে যাবে।
সেরা লেখকের লেখা নয়, লেখকের সেরা লেখাই নিয়েই অনার্যের পথচলা। এছাড়া শিশুদের বইয়ের ক্ষেত্রে এক নতুন দিগন্ত সৃষ্টি করে চলেছে অনার্য পাবলিকেশন্স। নিত্যনতুন চিন্তা-চেতনা নিয়ে কাজ করে থাকে অনার্য। বইয়ের মানের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ চলে না। তাছাড়া এখন বইয়ের গেটআপেও নতুন নতুন লুক নিয়ে কাজ করে যাচ্ছে অনার্যের টিম। অনার্য পাবলিকেশন্স বেশ কয়েকবছর ধরেই কলকাতা বইমেলায় অংশগ্রহণ করে থাকে। এছাড়া গত বছর থেকে লন্ডন বুক ফেয়ারেও অংশ নিয়েছে অনার্য।শুধু তাই নয়, লন্ডনে একমাত্র অনার্য পাবলিকেশন্সই একক বইমেলা-২০১৯ আয়োজন করেছে। এ বছর জার্মানির ফ্রাঙ্কফুট মেলায়ও অংশ নেবে অনার্য পাবলিকেশন্স।
২০১৯ সালের বইমেলায় অনার্য পাবলিকেশন্স থেকে ৫০টির অধিক বই বের হয়েছে। প্রতি বছরের মতো এবারও নতুন লেখকের প্রাধান্য দিচ্ছে অনার্য। এবার অনার্যের বেশ কয়েকটি অনুবাদের বই রয়েছে। ভারতের প্রয়াত রাষ্ট্রপতি আবুল কালাম আজাদের ‍‍”ইগনাইটেড মাইন্ডস” বইটির অনুবাদ করেছেন গোলাম রহমান। বিশ্বের জিরো থেকে হিরো ফুটবলারদের গল্প নিয়ে বই ”স্বপ্নভুখের দল” বইটির মেলায় ব্যাপক কাটতি রয়েছে। এছাড়া বইমেলায় লন্ডন প্রবাসী ৮ জন লেখকের গল্প ও উপন্যাস বের করেছে অনার্য। রয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত তানভীর মোকাম্মেলের দু’টি বই। সবমিলিয়ে বইমেলার যে লক্ষ্য নিয়ে এগিয়েছিল অনার্য পাবলিকেশন্স, তা অনেকটাই সফল হয়েছে বলে মনে করি।

সফিক রহমান
সিইও
অনার্য পাবলিকেশন্স